বাংলাদেশ শিশু একাডেমি বর্তমানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। ১৩ সদস্য বিশিষ্ট একটি বোর্ড অব ম্যানেজমেন্ট দ্বারা এর কার্যক্রম পরিচালিত হয়।
বাংলাদেশ শিশু একাডেমির বোর্ড অব ম্যানেজমেন্টের সদস্যবর্গের নামের তালিকা
ক্র.নং. |
নাম ও পদবী |
১. |
জনাব লাকী ইনাম চেয়ারম্যান বাংলাদেশ শিশুএকাডেমি, ঢাকা। |
২. |
মহাপরিচালক বাংলা একাডেমি
|
৩. |
মহাপরিচালক বাংলাদেশ শিল্পকলাএকাডেমি সেগুনবাগিচা, ঢাকা।
|
৪. |
ডীন চারুকলা অনুষদ ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা।
|
৫. |
অতিরিক্ত সচিব/যুগ্ম সচিব (শিশুও সমন্বয়) মহিলা ও শিশুবিষয়কমন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
|
৬. |
যুগ্মসচিব অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
|
৭. |
যুগ্মসচিব সমাজকল্যাণমন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয়, ঢাকা। |
৮. |
যুগ্মসচিব তথ্য মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
|
৯. |
যুগ্মসচিব সংস্কৃতিবিষয়কমন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
|
১০. |
যুগ্মসচিব প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
|
১১. |
জনাব জিল্লুর রহমান চৌধুরী যুগ্মসচিব স্বাস্থ্য সেবাবিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাল মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
|
১২. |
যুগ্মসচিব বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
|
১৩. |
যুগ্মসচিব তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
|
১৪. |
যুগ্মসচিব পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
|
১৫. |
মিসেস সেলিনা খালেক সভাপতি বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ ২২/১, তোপখানা রোড, ঢাকা।
|
১৬. |
জনাব মাহমুদা আক্তার নির্বাহী পরিচালক ইন্সষ্টিটিউট অফ চাইল্ড এ- হিউম্যান ডেভেলপমেন্ট (আইসিএইচডি), বাড়ী নং-১৬২ (৪র্থ ফ্লোর), রোড-১(ইষ্ট) ডিওএসএইচ, বারিধারা, ঢাকা-১২০৬
|
১৭. |
জনাব জাকিয়া কে হাসান নির্বাহী পরিচালক দীপ্ত ফাউন্ডেশন ৩/৯০৪, ইষ্টার্ণ টাওয়ার নিউ ইস্কাটন, ঢাকা-১২১৭
|
১৮. |
জনাব মালকা সামরোজ চীফ অপারেটিং অফিসার সূচনা ফাউন্ডেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেমোরিয়াল ট্রাষ্ট ভবন, ২য় ফ্লোর, বাড়ি নং-৮ রোড নং-১১ (পুরাতন)-৩২) ধানমন্ডি, ঢাকা-১২০৯
|
১৯. |
জনাব মাহবুবুল হক নির্বাহী পরিচালক ডন ফোরাম বাড়ী নং-১০, বায়তুল আমান হাউজিং আদাবর, ঢাকা-১২০৭
|
২০. |
জ্যোতি লাল কুরী মহাপরিচালক (অতিরিক্ত সচিব) বাংলাদেশ শিশু একাডেমি, ঢাকা।
|